লিলিপুটের ছোটভাই II লুৎফর রহমান রিটন

শেয়ার করুন          [ ভালো লাগছে না কিছুই। এমন কি মুভি দেখতেও। রবি ঠাকুরের জন্মদিনে তাঁর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। জেগে ওঠার পর বিষণ্ণতায় পেয়ে বসেছে ফের। এতো এতো মন খারাপ করা ব্যাপার ঘটছে চতুর্দিকে যে সুস্থ স্বাভাবিক থাকাটাও দিল্লি দুরস্ত। এরকম হলে আমি সাধারণত পাহাড় কিংবা নদীর কাছে গিয়ে বসে থাকি। তারপর চিৎকার করে কাউকে কিছুক্ষণ গালাগাল করি। গালাগাল দেয়ার জন্যে আমার নিজের করা বদ লোকের একটা তালিকা আছে। করোনার এই নিদানকালে পাহাড় কিংবা নদীর কাছে যাওয়ার সুযোগও তো নেই! আর ঘরে বসে চিৎকার করে গালাগাল করলে শার্লি ভাববে … Continue reading লিলিপুটের ছোটভাই II লুৎফর রহমান রিটন